চট্টগ্রামে যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে রানা মিয়া সজিব (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর রাতে থানার অক্সিজেন শহীদপারা খোলনশাহ মাজার এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সজিব ওই এলাকার জাকির হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ও আরেক নিকটাত্মীয় জানিয়েছেন পারিবারিক কলহের জেরে ওই যুবক গলায় ফাঁস দিয়েছেন।
এমআর/এসকেডি
বিজ্ঞাপন