ছবি : সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থানাধীন লা মেরিডিয়ান হোটেলের সামনে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে শ্যামলী এনআর পরিবহনের একটি বাস।

বুধবার ৫টার দিকে এ ঘটনা ঘটে। বাসটির ধাক্কায় অটোরিকশার চালকসহ এক যাত্রী ও পাশে থাকা মোটরসাইকেল আরোহীসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক উত্তরা বিভাগের উত্তরার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে জানান, উত্তরা থেকে শ্যামলী এনআর পরিবহনের একটি ফাঁকা বাস দ্রুতগতিতে ঢাকায় ঢুকছিল। খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেলের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর বাসটির চালক শক্তভাবে ব্রেক করায় রোড ডিভাইডারের পাশে থাকা মোটরসাইকেল আরোহী আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। হঠাৎ সামনে থাকা বাসটি সজোরে ব্রেক করায় পেছনে থাকা একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। 

এ দুর্ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজন সিএনজিচালক একজন যাত্রী ও অপরজন মোটরসাইকেল আরোহী। তিনজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো করা হয়েছে।

শ্যামলী এন আর পরিবহনের ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। বাসটি খিলক্ষেত থানা পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর রাস্তায় প্রচণ্ড যানজট তৈরি হয়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। 

জেইউ/এসকেডি