অভিযুক্ত বাড়ির মালিক নুর নবী

চট্টগ্রামে চাকরি দেওয়ার নামে ফ্ল্যাটে আটকে রেখে কিশোরীদের নির্যাতনের অভিযোগে বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ভুক্তভোগী চার কিশোরীকে উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় (২০ মার্চ) তাদের উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার হওয়া বাড়ির মালিকের নাম নুর নবী (৪৮)। তিনি আকবর শাহ এলাকার মৃত নুরুল হকের ছেলে। শনিবার চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,  উদ্ধার হওয়া কিশোরীদের বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে। আকবর শাহের বিশ্ব ব্যাংক আবাসিক এলাকার ডি ব্লকে কোহিনূর প্লাজার পঞ্চম তলার ফ্ল্যাটে আটকে রেখে কিশোরীদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। এমনকি পতিতাবৃত্তিতেও বাধ্য করতো চক্রটি।

তিনি আরও বলেন, উদ্ধারের পর কিশোরীরা জানায়, তাদের এমনভাবে বন্দি করে রাখা হয়েছিল যে, শত চেষ্টা করেও তারা মুক্ত হতে কারও সাহায্য নিতে পারেনি।

ওসি জহির হোসেন বলেন, শুক্রবার  (১৯ মার্চ) এক ভুক্তভোগী সুযোগ বুঝে জানালা দিয়ে সাহায্যের আবেদন জানিয়ে একটি চিরকুট নিচে ফেলেন। একজন পথচারী চিরকুটটি পেয়ে আকবরশাহ থানায় জানান। এরপর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। ভিকটিমদের দেওয়া তথ্যের ভিত্তিতে আকবরশাহ থানার নতুন মনসুরাবাদ নবাব হোটেলের পাশে নুর নবীর মালিকানাধীন ভবন থেকে আরও  দুজনকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ফ্ল্যাটের মালিক মো. নুর নবী পতিতাবৃত্তির উদ্দেশ্যেই ফ্ল্যাটটি ভাড়া দেন আমেনা বেগম ও আব্দুল আলী নামে দুইজনের কাছে। পুলিশের অভিযানের পর থেকে ফ্ল্যাটের ভাড়াটিয়া আমেনা বেগম ও আব্দুল আলী পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আমেনা বেগম  তার স্বামীর সহায়তায় দালালের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে কিশোরীদের সংগ্রহ করতেন। এরপর বাসায় এনে পতিতাবৃত্তিতে বাধ্য করতেন। তাদের কথা না শুনেল কিশোরীদের মারধর করা হতো। এ ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় নুর নবীকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়।

কেএম/এসকেডি