আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলায় বাংলাদেশের নিন্দা
জেরুজালেমে আল আকসা মসজিদে মুসুল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পবিত্র আল আকসা মসজিদে স্থানীয় সময় বুধবার ভোরে নিরীহ মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় চরম নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে।
বাংলাদেশ মৌলিক মানবাধিকার রক্ষায় ধর্মীয় স্বাধীনতা সমুন্নত রাখতে হবে বলে বিশ্বাস করে। ধর্মীয় উপসানলয়ে বিশেষ করে রমজান মাসে উপাসনা করার অধিকার নিশ্চিত করতে হবে বলে মনে করে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এনআই/ওএফ