চট্টগ্রামে রেলের স্লিপার কাঠভর্তি ট্রাক জব্দ
চট্টগ্রামে পাহাড়তলী লোকোশেডে রেলের স্লিপার কাঠভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে ট্রাকটি জব্দ করা হয়। যদিও কাঠগুলো কীভাবে পাহাড়তলীতে এলো এবং এর সঙ্গে কারা জড়িত কিছুই নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টদের ধারণা, এগুলো বিভিন্ন জায়গা থেকে চুরি করে এনে পাহাড়তলীতে জমা করা হচ্ছিল।
বিজ্ঞাপন
এদিকে, ট্রাকটি জব্দের পর পাহাড়তলী সিটি ব্যাংকের পাশে আরও প্রায় চার ট্রাক সমপরিমাণ কাঠের খোঁজ পেয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ ঘটনায় নগরের খুলশী থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন এবং আলাদাভাবে রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।
আরএনবি পাহাড়তলীর পরিদর্শক ইসরাঈল মৃধা বলেন, বৃহস্পতিবার রাতে ট্রাকটি জব্দের পর আরও চার ট্রাক সমপরিমাণ কাঠ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, চুরি করে কাঠগুলো মজুত করা হচ্ছিল। এ ঘটনায় খুলশী থানায় মামলা হবে। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এমআর/এসকেডি