ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

সোভিয়েত ইউনিয়ন ১৯৭২ সালে বাংলাদেশকে ১০টি সাগরে মাছ ধরার ট্রলার উপহার দিয়েছিল। সেগুলো দিয়ে বঙ্গোপসাগরে ‘প্রথমবারের’ মতো বাণিজ্যিকভাবে মাছ ধরা শুরু করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তারা সাগরের মাছ ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করত।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

মাছ আসা কমেছে, বরফ কমেছে, তবু মুনাফায় বিএফডিসি

সাগরে মাছ ধরা যেমন বন্ধ, তেমনি মৎস্য উন্নয়ন করপোরেশনের মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে মাছ আসা কমছে। কমছে বরফ উৎপাদন। করপোরেশনের আওতাধীন প্রক্রিয়া কেন্দ্রে রপ্তানির জন্য মাছ প্রক্রিয়াকরণও কমতির দিকে। এদিকে তারা ঢাকায় মাছ বিক্রিতে যুক্ত হয়েছে। মাছ ধরা ট্রলার নির্মাণ ও মেরামত কারখানা বা ডকইয়ার্ডের পরিধি বাড়িয়েছে।

আরও পড়ুন >>> প্রতিবন্ধী মানেই প্রতিভাবন্ধী নয় 

দৃষ্টিপ্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য এক দশকের বেশি সময় ধরে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক। ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকটিতে আবেদন করেন তিনি। তবে তাঁকে কার্ড দেওয়া হয় না। কেন  দেওয়া হলো না, জানতে চেয়ে ভাস্কর ব্যাংক কর্তৃপক্ষের কাছে ই-মেইল করেন।

প্রথম আলো

দৃষ্টিহীন ভাস্করের হাত ধরে ব্যাংকিং সেবা প্রতিবন্ধীবান্ধব করার উদ্যোগ

ভাস্কর ই–মেইলের উত্তর পাননি। এতে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে এ বৈষম্যের প্রতিকার চেয়ে অভিযোগ করেন। কমিশনের আদেশের এক সপ্তাহের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে ক্রেডিট কার্ড দেয়।

পাহাড় কেটে গড়ে তোলা স্থাপনায় আগে থেকেই রয়েছে মিটারসহ বৈদ্যুতিক সংযোগ। আছে গভীর নলকূপ থেকে পানি তুলে পাইপলাইনের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা। এবার অবৈধ বসতিগুলোর বাসিন্দাদের যাতায়াত সুবিধার জন্য ৩০ ফুট চওড়া পাকা রাস্তা নির্মাণ করে দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

প্রথম আলো

অবৈধ বাসিন্দাদের জন্য পাকা সড়ক

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বেলতলীঘোনার পাহাড় কেটে সড়ক নির্মাণের সময় শুক্রবার পাহাড় ধসে মারা যান একজন শ্রমিক। পাহাড়ে জনবসতি নিরুৎসাহিত করতে অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ উচ্ছেদের জন্য বারবার বলে আসছে জেলা প্রশাসন গঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটি।

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে যাওয়ার কারণ হিসাবে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা হ্রাস এবং ডলার সংকটকে দায়ী করেছেন অর্থনীতিবিদরা।

যুগান্তর

আয় ও ক্রয়ক্ষমতা হ্রাসে প্রবৃদ্ধি স্থবির

বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। ডলার সংকটের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। গ্যাস ও বিদ্যুতের সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে শিল্প উৎপাদন সচল রাখা যাচ্ছে না। যেটুকু সচল আছে সেগুলো খরচ পড়ছে বেশি। ডলারের দাম বাড়ায় টাকার মান কমেছে।

৩৩৭টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পরিকল্পনা কমিশন। সেইসঙ্গে জুনের মধ্যেই এসব প্রকল্পের কাজ বাধ্যতামূলক শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

যুগান্তর

৩৩৭ প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে নিষেধাজ্ঞা

চলতি অর্থবছর সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) পর্যাপ্ত বরাদ্দও নিশ্চিত করা হয়। ১৬ মার্চ মন্ত্রণালয় ও বিভাগগুলোকে দেওয়া কমিশনের চিঠিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন >>> প্রাণ ঢেকে যায় দূষণে 

দখল-দূষণে বিপর্যস্ত বুড়িগঙ্গায় প্রাণবৈচিত্র্য ও স্বচ্ছ পানি ফিরিয়ে আনতে ২০১৭ সালে হাজারীবাগ থেকে সরিয়ে নেয়া হয় ট্যানারি শিল্প। এরপর সরকারের বিভিন্ন সংস্থা থেকে একাধিক প্রকল্প নিয়েও ঢাকার এ প্রধান নদীটিকে দূষণমুক্তর চেষ্টা করা হয়।

বণিক বার্তা

বুড়িগঙ্গায় সবচেয়ে বেশি দূষণ করছে ওয়াসা ও ডিএসসিসি

জাতীয় নদী রক্ষা কমিশনের সমীক্ষার তথ্যমতে, বুড়িগঙ্গা নদীর ঢাকা অংশে ৯৫টি দূষণের উৎস চিহ্নিত হয়েছে। এর মধ্যে ঢাকা ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দূষণের উৎসই ৫৯টি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর ৩ এপ্রিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়।

বণিক বার্তা

ভারত থেকে সুতা আমদানি বন্ধের প্রস্তাব কি বিটিএমএর

দেশে সুতা আমদানির প্রধানতম উৎস ভারত। বিটিএমএ ও বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশে আমদানীকৃত তুলট সুতার তিন-চতুর্থাংশই আসে ভারত থেকে। চীন-পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকে কিছু পরিমাণে আমদানি হলেও তা একেবারেই সামান্য।

এছাড়া আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ; স্কিন কেয়ার পণ্য আমদানিতে আন্ডার ইনভয়েসিংয়ের সন্দেহ ট্যারিফ কমিশনের; বাড়তি সময়েও ক্যাম্পাসে যেতে ব্যর্থ; হেসেখেলে হাওয়া ৩২২ কোটি; ‘জঙ্গিরা দেশেই আছেন’ সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।