রাজধানীর সবুজবাগে অতীশ দীপঙ্কর রোডে ট্রাক চাপায় রিপন দাস নামে এক যুবকের নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ। গতকাল রাতে বাসাবো বৌদ্ধ মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ট্রাকচালকের নাম মো. আল-মামুন।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল জানান, গত ৩ এপ্রিল ভোর সাড়ে ৪টায় দক্ষিণ বাসাবোর অতীশ দীপঙ্কর রোডের হযরত শাহজালাল অটো ট্রেডার্সের সামনে রিপনকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীর সবুজবাগ থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাত পৌনে ১টায় রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত গাড়ির চালক আল-মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিপনকে চাপা দেওয়া ট্রাকটিও জব্দ করা হয়। 

জেইউ/এসকেডি