আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর নিউমার্কেটের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

সোমবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিউ মার্কেটে পরিদর্শনে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

পুলিশপ্রধান নিউমার্কেটের ২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে নিউমার্কেটে আসা মানুষজন যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)  ড. খন্দকার মহিদ উদ্দিন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ, নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্, নিউমার্কেট জোনের এসি শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

আরএইচটি/এমএ