আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৫ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাসসহ সব বকেয়া পাওনাদি পরিশোধের দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বুধবার (১২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। তাই প্রত্যেক বছর ঈতে গার্মেন্টস সেক্টরে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিক-কর্মচারী পরিবারের সঙ্গে ঈদ পালন করতে নিজ নিজ গ্রামের বাড়িতে যান। আমরা দেখেছি, প্রতি বছর ঈদে গার্মেন্টস মালিকরা শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস দেওয়া নিয়ে তালবাহানা শুরু করেন। এবার ঈদুল ফিতর এপ্রিল মাসের শেষাংশে পড়েছে। আমরা আশা করছি, মালিকরা এই বছর ছল-চাতুরী করার চেষ্টা করবেন না। আমাদের দাবি, শ্রমিকরা যেন সুন্দরভাবে ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য আগামী ২৫ রমজানের মধ্যে এপ্রিল মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসসহ সকল বকেয়া পাওনাদি পরিশোধ করতে হবে।

তারা আরও বলেন, বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে গার্মেন্টস শ্রমিকরা যে বেতন পান, তা দিয়ে তাদের সংসার চলে না। তাই অবিলম্বে তাদের নূন্যতম মজুরি ২৪ হাজার টাকা ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার, সাধারণ সম্পাদক মো. মোস্তাফা, সভাপতি গাজী মো. নূরে আলম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল শিকদার প্রমুখ। 

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

এমএইচএন/এসকেডি