প্রধানমন্ত্রীর পক্ষে হুমায়ুনের ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন ঈদ উপহার বিতরণ করেছেন।
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় আসাদুজ্জামান খান কামাল অডিটোরিয়ামে এসব ঈদ উপহার বিতরণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। এ সময় উপস্থিত ছিলেন- হোসেনপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম। এছাড়া জেলার সদর উপজেলাতেও ঈদ উপহার বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জিল্লুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি প্রমুখ।
বিজ্ঞাপন
কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেন, এ বছর বিশ্বমন্দা ও বিশ্বব্যাপী মহামারির কারণেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল কোনো ইফতার পার্টি আয়োজন করা যাবে না। তাই আমি ব্যক্তিগতভাবে কোনো ইফতার পার্টি আয়োজন না করে রমজানের শুরুতেই হোসেনপুর ও কিশোরগঞ্জ সদরের ১৭টি ইউনিয়নের প্রতিটি অসহায় হতদরিদ্র মানুষের কাছে রমজান সামগ্রী পৌঁছে দিয়েছি এবং প্রতিবছরের ন্যায় আমার সামর্থ্য অনুযায়ী এই ঈদ উপহার বিতরণ হয়েছে।
বিজ্ঞাপন
এমএসআই/এনএফ