বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে (জিটিআই) দুই ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ এখন ১৬৩টি দেশের মধ্যে এই সূচকের ৪৩তম স্থানে রয়েছে। 

জিটিআই সূচকের বাংলাদেশ ৩.৮২৭ স্কোর পেয়েছে। স্কোরের জন্য গণনায় পাঁচ বছরের সময়কাল ধরে সন্ত্রাসের কারণে মৃত্যু, অন্যান্য ঘটনা, জিম্মি ঘটনা এবং আহতদের বিবেচনা করা হয়েছে।

৮.৮২২ স্কোর নিয়ে আফগানিস্তান তালিকার শীর্ষে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের স্কোর ৮.১৬, ভারতের ৭.১৭৩ এবং নেপালের ৪.১৩৪।  

রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসবাদের প্রভাবের দিক থেকে নেপালের পরেই, বাংলাদেশ দ্বিতীয় অগ্রগতি অর্জনকারী দেশ। উভয় দেশই ২০২২ সালে দুটি হামলার ঘটনা রেকর্ড করেছে এবং কোনো মৃত্যু হয়নি। 

আফগানিস্তান তালিকার শীর্ষে থাকলেও দেশটি উন্নতি করেছে। সন্ত্রাসবাদের কারণে দেশটিতে মৃত্যু ৫৮ শতাংশ কমেছে বলে বলা হয়েছে প্রতিবেদনে। অন্যদিকে পাকিস্তানে হামলার সংখ্যা ৪৫ শতাংশ বেড়েছে।  

এনএফ