রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় আহম্মদ (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার(১৯ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আহম্মাদের ছেলে সুজন ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা কারওয়ান বাজারের একটি চালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করে। বাবা বাজারের রেলগেট দিয়ে হাঁটছিল। সেসময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় বাবা গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সে আরো জানায়, আমাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার মোহাম্মদপুর এলাকায়। আমরা বর্তমানে কারওয়ান বাজার এলাকাতেই থাকতাম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় আহত এক শ্রমিককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।

এসএএ/এমজে