শ্যামপুরে বাসচাপায় পিকআপের চালক-হেলপার নিহত, অভিযুক্ত গ্রেপ্তার
রাজধানীর শ্যামপুরে বাসচাপায় পিকআপের চালক ও হেলপার নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক মো. সজীব হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার(১৯ এপ্রিল) শ্যামপুরের পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক রাইদা বাসের চালককে গ্রেপ্তার করে র্যাব-১০ একটি দল।
বিজ্ঞাপন
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, গত বছরের ৭ নভেম্বর একটি মিনি পিকআপ ঢাকা জেলার কেরাণীগঞ্জ থেকে শ্যামপুর যাওয়ার পথে পোস্তগোলা ব্রিজের উপর একটি বাস বেপরোয়া গতিতে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পিকআপের চালক মো. আতিকুর রহমান (২৪) ও হেলপার কামরুল হুদা (২৬) গুরুতর জখমপ্রাপ্ত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।
ওই ঘটনার খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ঘাতক বাসটি জব্দ করে। এরপর আশপাশের লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আতিকুর ও কামরুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পরবর্তীতে নিহত আতিকুর ও কামরুলের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে বাসের (রাইদা পরিবহন) চালকের বিরুদ্ধে রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১। মামলার বিষয়টি জানতে পেরে বাসের চালক নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকে ছায়া তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সজীব ঘটনার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন এএসপি সোয়েব।
তিনি বলেন, ঘটনার পর হতে সে নিজেকে আইনের হাত থেকে বাচাঁনোর জন্য দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেপ্তার বাস চালক সজীবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেইউ/এমজে