শুক্রবার (২১ এপ্রিল) আকাশে চাঁদ দেখা গেলে কাল দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সে হিসেবে আজই ঈদযাত্রার শেষ দিন।

শুক্রবার(২১ এপ্রিল) বিকেলে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সড়ক ফাঁকা। তবে গত দুই দিনের তুলনায় আজ যাত্রীর সংখ্যা বেড়েছে গাবতলীতে। ঈদ যাত্রার শেষ দিনেও কাউন্টারে ভিড় না থাকলেও সড়কে দাঁড়িয়েই গন্তব্যের বাসের অপেক্ষা করতে দেখা যায় অনেককে।

খোঁজ নিয়ে জানা গেছে, গাবতলীতে বাড়ি ফেরার তাড়া নিয়ে দাঁড়ানো অধিকাংশ যাত্রীই আগাম টিকিট ক্রয় করেননি। অনেকে একবেলা অফিস করে বেতন-বোনাস তুলে সরাসরি বাস টার্মিনালে এসেছেন। যা পাবেন তাতে করেই ফিরবেন বাড়িতে।

শামসুল ইসলাম নামে পাবনা রুটের যাত্রী বলেন, কালও নিশ্চিত ছিলাম না, বাড়ি যাব কি না! কারণ বেতন হলেও বোনাস তখনও দেয়নি। আজ সকালে খবর পেলাম বোনাস দেবে। ব্যাগ গুছিয়েই মিরপুরে গার্মেন্টসে গিয়েছি। আধা বেলা অফিস করছি। বোনাস তুলে সোজা গাবতলী।

শামসুল বলেন, বাড়ি যেতে পারব না ভেবে খারাপ লাগছিল। বোনাসটা পাওয়ায় আজই সিদ্ধান্ত বদলে বাড়ি যাচ্ছি। এখন পাবনা যাওয়ার যে বাস আগে আসবে সেটায় উঠে পড়ব।

রজব আলী মার্কেটের সামনে দেখা যায়, বেশ কয়েকজন যাত্রী বাসের অপেক্ষায় রয়েছেন। যে তাদের কেউ টাঙ্গাইল, কেউ নাটোর, কেউ বা যাবেন বগুড়ায়। যাত্রা পথে যেকোনো বাস পেলেই উঠে পড়বেন তারা।

একটি ডিপার্টমেন্টাল স্টোরের কর্মী মোনেমও এসেছেন ব্যাগ গুছিয়ে। অপেক্ষায় বাসের। মোনেম বলেন, বাড়ি যাবই, কিন্তু ছুটি পাচ্ছিলাম না। অনেক করে অফিসকে ম্যানেজ করে বগুড়া যাচ্ছি গ্রামে বাড়ি। বউ-বাচ্চা মা-বাবা সবাই অপেক্ষায়। এ অপেক্ষাটাই যেন সইছে না!

তবে টার্মিনালের ভেতরে যাত্রীর কোনো চাপ নেই হাঁকডাকেও মিলছে না গন্তব্যের যাত্রী। উত্তরবঙ্গ, কুষ্টিয়া, পাবনা ও নিকট দূরত্বের যাত্রী পাওয়া গেলেও খুলনা, যশোর, মাগুরার রুটের বাস কাউন্টারে যেন যাত্রীর হাহাকার।

সাতক্ষীরা রুটের ঈগল পরিবহনের টিকিট বিক্রেতা বলেন, অবাক হচ্ছি এবার টিকিটের জন্য কাড়াকাড়ি নেই, তদবির নেই, হাঁকডাকেও যাত্রী নেই। গাবতলীর এ চিত্র বড় অচেনা।

সান্তাহার, নওগাঁ রুটের বরেন্দ্র এক্সপ্রেসের টিকিট বিক্রেতা লিটন বলেন, কাল রাতে অনেক যাত্রী ছিল। সকালে খা খা অবস্থা কাউন্টারে। এখন আবার কিছু যাত্রী আসছে। যাত্রী কম তাই এবারের ঈদে বাড়তি ইনকাম নেই বললেই চলে।

উল্লেখ্য, শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সারা দেশ থেকে চাঁদ দেখা না–দেখার সংবাদের ওপর ভিত্তি করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান পবিত্র ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।

জেইউ/এসকেডি