সড়ক দুর্ঘটনায় দুদকের করণিক এমদাদুলের মৃত্যু
বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় হবিগঞ্জের দুদকের জেলা কার্যালয়ের প্রধান করণিক এমদাদুল হক মল্লিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) বিকেলে বরিশাল নগরের রুপাতলী এলাকার গ্রামীণ চক্ষু হসপিটালের সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে তাদের মোটরসাইকেলকে হিমেল পরিবহণ নামের একটি বাস ধাক্কা দেয়।
বিজ্ঞাপন
এ সময়ে পুলিশের ঘটনাস্থলে পুলিশের এসআই ফায়েজ আহমেদ ঘটনাস্থলে মারা যায়। অন্যদিকে গুরুতর আহত দুদকের করণিক মো. এমদাদুল রাত ৮টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, আহত অবস্থায় এমদাদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া হিমেল পরিবহনকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
দুদকের ঢাকার সহকর্মী মো. রুবেল রাঢ়ী ঢাকা পোস্টকে বলেন, রুপাতলীতে হিমেল পরিবহন বাসের চাপায় ঘটনাস্থলে এসআই ফয়েজ এবং শেরে বাংলা হাসপাতালে মো. এমদাদুল হক মল্লিক মারা যান।
নিহত মো. এমদাদুল হক নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। তিনি হবিগঞ্জের দুদক কার্যালয়ের প্রধান করণিক (হেড ক্লার্ক) পদে কর্মরত ছিলেন। নিহত দুইজন সম্পর্কে ভাই হয় বলে জানা গেছে।
আরএম/এমএ