মতিঝিলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
রাজধানীর মতিঝিলে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট কাজ করছে।
সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে আদমজী কোর্ট ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককে হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে। এছাড়াও আশপাশের ভবনের মানুষজনও নিরাপদে অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপি মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট কাজ করছে। ভবনে থাকা লোকজনকে নিরাপদে নিচে নামানো হয়েছে। আমাদের জানামতে ভবনের ভেতরে আর কোনো লোকজন নেই। তবে ফায়ার সার্ভিসের লোকজন ভবনে সার্চ করছে, কেউ আটকে রয়েছে কিনা। এছাড়া ফায়ার সার্ভিস যেন সুষ্ঠুভাবে আগুন নেভানোর কাজ করতে পারে সেজন্য ভবনটির আশপাশ আমরা ঘিরে রেখেছি।
এমএসি/এসএম