রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন।

মঙ্গলবার বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে ঈদ পুণর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নুরুল ইসলাম বলেন, নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হচ্ছে, যাদের বাড়ি নেই তাদের বাড়ি করে দেওয়া, ছেলে-মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থান তৈরী করে দেওয়া হচ্ছে।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূত্র- বাসস

এমজে