বিআইডিএ’র নতুন ডিজি মোহাম্মদ হাসান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) মহাপরিচালক (ডিজি) হয়েছেন ঢাকা সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (যুগ্ম সচিব) কাজী মোহাম্মদ হাসান।
মঙ্গলবার (২৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পরিচালক কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে৷
এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সচিব (যুগ্মসচিব) মো. খুরশীদ আলম পাটোয়ারীকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচআর/এসএম