আবদুস সবুর লিটন, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও আফরোজা জহুর

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন,  ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন আফরোজা জহুর।

সোমবার (২২ মার্চ) আন্দরকিল্লায় চসিক কেবি আবদুছ ছত্তার মিলনায়তনে প্যানেল মেয়র নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আবদুস সবুর লিটন ২৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন,  ২৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ গিয়াস উদ্দিন।  এছাড়া মো. হারুন উর রশীদ ১৬ ভোট, হাসান মাহমুদ হাসনী ১৩ ভোট, জহুর লাল হাজারী ১১ ভোট ও ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ১০ ভোট পেয়েছেন।

এদিকে সংরক্ষিত ওয়ার্ড থেকে আফরোজা জহুর পেয়েছেন ২৬ ভোট, নীলু নাগ ১৩, ফেরদৌস বেগম মুন্নী ৮, দোভাষ বেবী ৩ এবং জোবাইরা নার্গিস খান ৩ ভোট পেয়েছেন।

এর আগে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত  হয়।  কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  কাউন্সিলর মোহাম্মদ জাবেদ করোনা আক্রান্ত হওয়ায় উপস্থিত হতে পারেননি। তার ভোট নেওয়ার জন্য করপোরেশনের দুজন প্রতিনিধি বাড়িতে যান।

চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, বিধি মোতাবেক আজ প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন হয়েছে গোপন ব্যালটে। এর আগে গত ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চসিকের প্যানেল মেয়র নির্বাচন। তবে চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়।

উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী, সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলররা অগ্রাধিকারভিত্তিতে তাদের মধ্য থেকে তিন সদস্যের মেয়রের প্যানেল নির্বাচন করেন। এর মধ্যে একজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হতে হবে।

কেএম/এসকেডি