ডিএমপির চার ইন্সপেক্টরের বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া উইং থেকে বলা হয়েছে, রোববার (২১ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয় ডিএমপির লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ, লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেনকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক উদয় কুমার মণ্ডলকে গোয়েন্দা গুলশান বিভাগ ও লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে আইএডি বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়।
বিজ্ঞাপন
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানকে ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলামকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে সহকারী পুলিশ কমিশনার মো. মাহিন ফরাজীকে গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার জয়ীতা দাসকে লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এমএসি/জেডএস