পৃথক অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ তিনজনকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক(সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল পৃথক অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা মো. জুবায়ের আহমেদ (১৮), চক্রের সদস্য আবুল বাশার মিয়া (১৮) এবং বায়জিদ বোস্তামীকে (২২) গ্রেপ্তার করে।

র‌্যাব-৩ অধিনায়ক জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চোরাই মোটরসাইকেল চক্রে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। 

তারা দীর্ঘদিন যাবৎ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে কতিপয় লোকজনের কাছে ওই মোটরসাইকেল বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

জেইউ/এনএফ