২৭ মার্চ ‘মিতালী’ চালুর ঘোষণা দেবেন হাসিনা-মোদি
আগামী ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির যাত্রীবাহী ট্রেন ‘মিতালী’ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এখন শুধুমাত্র চালুর ঘোষণা হবে। আর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেনটি চলাচল শুরু করবে।
সোমবার (২২ মার্চ) দুপুরে রেলভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, ট্রেনটির জন্য সম্প্রীতি, ঐতিহ্য, বন্ধুত্ব ও মিতালী- এ চারটি নাম প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। এরমধ্যে প্রধানমন্ত্রী মিতালী নামটি চূড়ান্ত করেন এবং ভারতীয় অংশও নামটি পছন্দ করেছে।
ট্রেনটির শিডিউল সম্পর্কে তিনি বলেন, সোমবার ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চিলাহাটি হয়ে নিউ জলপাইগুড়ি যাবে এ ট্রেন। এছাড়া রোববার ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট আসবে এ ট্রেন।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতে পুনর্বিবেচনা হতে পারে, পরিবর্তনও হতে পারে। প্রাথমিকভাবে এটি আলোচনা করে ঠিক করা হয়েছে।
ভাড়ার বিষয় নিয়ে মন্ত্রী জানান, ট্রেনে ১০টি বগি থাকবে। এরমধ্যে এসি সিট ১৪৪টি, এসি চেয়ার ৩১২টি এবং এসি বার্থ ৯৬টি। এসি বার্থ ভ্যাট ও ট্রাভেল ট্যাক্স মিলে ৪ হাজার ৯০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ টাকা এবং এসি চেয়ার ২ হাজার ৭০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ পথে যাতায়াতের দূরত্ব মোট ৫৯৫ কিলোমিটার জানিয়ে তিনি বলেন, এরমধ্যে বাংলাদেশের অংশ ৫৩৪ কিলোমিটার এবং ভারতের অংশ ৬১ কিলোমিটার। ট্রেনের ইমিগ্রেশন ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ও চিলাহাটিতে হবে।
চিলাহাটিতে শুধুমাত্র উত্তরবঙ্গের যাত্রীদের জন্য কিছু সিট রাখা হবে উল্লেখ করে তিনি বলেন, চাহিদা অনুসারে সেখানে বগি দিয়ে ইমিগ্রেশন করে যাত্রী উঠানো হবে। চিলাহাটি স্টেশনে শুধুমাত্র এসি চেয়ার শ্রেণিতে আসন বরাদ্দ থাকবে। চিলাহাটি থেকে এসি চেয়ারে ভাড়া হবে এক হাজার ২৩৫ টাকা।
প্রাথমিকভাবে ভারতীয় রেক (বগি) দিয়ে ট্রেন চলাচল করবে। আয়ের আনুপাতিক অংশ পারস্পরিক আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলেও জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এসএইচআর/আরএইচ