রাজধানীর মতিঝিলে পাটকল করপোরেশন ভবনের সাততলায় লাগা আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে জনতা ব্যাংকের সামনের ফোয়ারা থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া আছে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ইউনিটের পানি শেষ হয়ে যাওয়ার কারণে পানি সংকটে পড়তে হয়। এজন্য মতিঝিলের জনতা ব্যাংকের সামনের জনতা ফোয়ারা থেকে পানি নেওয়া হচ্ছে। 

এর আগে সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে মতিঝিলের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককে হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা যায়। এছাড়াও আশপাশের ভবনের মানুষজনও নিরাপদে অবস্থান নেন। ডিএমপি মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক ঢাকা পোস্টকে জানান, ভবনে থাকা লোকজনকে নিরাপদে নিচে নামানো হয়েছে। 

আগুনের সর্বশেষ তথ্য জানাতে বিকেলে ফায়ার সার্ভিস সদর দফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন সংবাদ সম্মেলনে বলেন, ঢাকায় আগুন নিয়ন্ত্রণে বড় সমস্যা পানির সংকট। পানির সঠিক ও তাৎক্ষণিক সরবরাহ কঠিন। তবে পাটকল ভবনে আগুন নেভাতে ফায়ার সার্ভিস নিজস্ব গাড়িতে পানি এনেছে। বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস বলছে, পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। মোট ১৩টি ইউনিট কাজ করেছে। প্রথমে ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ইউনিট বাড়ানো হয়।  

জেইউ/আরএইচ