আদালতে অভিযোগপত্র গ্রহণ, যুগ্ম-সচিব সাময়িক বরখাস্ত
এক মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় সাময়িক বরখাস্ত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) ইফতেখার আহমেদ। তিনি এর আগে খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব, খাদ্য অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক, সংস্থাপন) ইফতেখার আহমেদের বিরুদ্ধে শাহবাগ থানার ২০১৫ সালের ১০ জুলাই ৭ নং মামলায় শাহবাগ থানার অভিযোগপত্র নং-৩৭/১ (৩৩৯), তারিখ: ২৭-০৯-২০২২ বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।
বিজ্ঞ আদালত থেকে এ অভিযোগপত্র গত ২৪ জানুয়ারি গৃহীত হয়েছে উল্লেখ করে এতে বলা যায়, এ জন্য ইফতেখার আহমেদকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা (২) অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
বিজ্ঞাপন
সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এসএইচআর/এসকেডি