ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ভবনের সপ্তম তলায় আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সোমবার (২২ মার্চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট) সাবিনা ইয়াসমিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রধানের জন্য ফায়ার সার্ভিস, পুলিশ, বিজেএমসি প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আগুনে প্রাথমিকভাবে ইলেকট্রনিক্স সামগ্রী যেমন এসি, কম্পিউটার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে রাজধানীর মতিঝিলে বহুতল ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।  খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

ফায়ার সার্ভিস সদর দফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশন ভবনের সপ্তম তলায় কাগজপত্রের একটি গোডাউন ছিল, সেখানে আগুনের সূত্রপাত হয়েছে। দুপুর ১টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সামনে থাকা ডিউটিরত ফায়ার সার্ভিসের ইউনিটকে প্রথমে পাঠানো হয়। এরপর কয়েক দফায় ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এসএইচআর/এসকেডি