দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু
শৈত্যপ্রবাহের জেরে দিন ও রাতের তাপমাত্রা কমবে
দেশের বিভিন্ন স্থানে চলতি শীত মৌসুমে দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি ধীরে ধীরে দেশের অন্য এলাকায়ও বিস্তৃত হচ্ছে। এছাড়া শৈত্যপ্রবাহের জেরে দিন ও রাতের তাপমাত্রাও কমবে।
শনিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, শনিবার থেকে দিনাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নওগাঁ ও শ্রীমঙ্গল এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হতে পারে। শৈত্যপ্রবাহটি মূলত দেশের উত্তরাঞ্চলে শুরু হলেও এটি রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার ওপর দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের দিকে বয়ে যেতে পারে।
শৈত্যপ্রবাহটি খুব বড় আকারে হবে না। তবে আগামী দুই থেকে তিন দিন এই শৈত্যপ্রবাহ চলবে
আবহাওয়াবিদ ওমর ফারুক
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, শৈত্যপ্রবাহটি খুব বড় আকারে হবে না। তবে আগামী দুই থেকে তিন দিন এই শৈত্যপ্রবাহ চলবে।
চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়। সেদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং টাঙ্গাইল, ফরিদপুর, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া ও বরিশালে সেসময় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। অবশ্য দুইদিনের বেশি স্থায়ী হয়নি প্রথম দফার শৈত্যপ্রবাহ।
বড় এলাকা জুড়ে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে বলা হয় মৃদু শৈত্যপ্রবাহ। থার্মোমিটারের পারদ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।
এদিকে শনিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে।
এছাড়া সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসলংগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/টিএম