বিচার কাজ ত্বরান্বিত করতে বিচারকের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি।

মঙ্গলবার (২ মে) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে ২৭তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে বিগত ২৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ হয় এবং সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে বিচারকার্য ত্বরান্বিত করার জন্য বিচারকের সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে আলোচনায় পরবর্তীতে একটি সিদ্ধান্ত গ্রহণ করে সুপারিশ আকারে মন্ত্রণালয়ে প্রেরণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল, ২০২৩ এর উপর আলোচনা ও রিপোর্ট প্রদান করা হয়।

বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর/এসকেডি