রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকার ঝিলপাড় থেকে অর্ধগলিত এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ২০ দিন পর তার পরিচয় পাওয়া গেছে। লাশটি বিলকিস বেগম নামে এক বৃদ্ধার, ২০ দিন ধরে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। 

বিলকিস বেগমের ছেলে আবু হোসেন মরদেহ সনাক্ত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে এসে ওই বৃদ্ধার মরদেহ সনাক্ত করেন আবু হোসেন। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, গত ৩০ এপ্রিল ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করি। পোশাক এবং গলার তাবিজ দেখে বৃদ্ধার ছেলে মায়ের পরিচয় সনাক্ত করেন। নিহতের পরিবার জানিয়েছে গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নিখোঁজ হন বিলকিস বেগম। 

বিলকিস বেগমের ছেলে আবু তাহের ঢাকা পোস্টকে বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় আমরা সাধারণ ডায়েরি করেছিলাম। মাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। আমার মার মাথায় একটু সমস্যা ছিল। এর আগেও সে কয়েকবার এরকম হারিয়ে গিয়েছিল। পরে আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী থানায় আসি। তার গায়ের পোশাক ও গলায় তাবিজ দেখে পরিচয় সনাক্ত করি। আমার মাকে আজ নিখোঁজের ২০ দিন পরে পেলাম।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা এলাকায়। 

এসএএ/এনএফ