স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের শতবর্ষ উপলক্ষ্যে নানা আয়োজন
আধ্যাত্মিক মহাসাধক ও যোগসিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি মহারাজের ৯৫তম তিরোধান দিবস ও তার নামে প্রতিষ্ঠিত শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে আগামী ৪ মে থেকে ৭ মে পর্যন্ত চার দিনব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। রাজধানীর ওয়ারীর টিকাটুলি ১২ কে এম দাস লেনে অবস্থিত শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রমে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ মে) প্রেস ক্লাবে শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ৪ মে সকাল ৬টায় বাল্যভোগ ও শ্রী গুরু পূজার মধ্য দিয়ে নামযজ্ঞের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সকাল সাড়ে ৭টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও নগর সংকীর্তন করা হবে। এছাড়া ওই দিন শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি মহারাজকে নিয়ে আলোচনা, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় আলোচনা, অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন করা হবে।
বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করবেন শ্রীশ্রী স্বামী ভোলানন্দগিরি চট্টগ্রাম আশ্রমের স্বামী উমেশানন্দ গিরি মহারাজ।উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চলবে ১৬ প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।
শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক কর্মকাণ্ড হিসেবে বিভিন্ন সময় দুস্থদের খাবার ও বস্ত্র বিতরণ করে থাকে। এছাড়া অসহায়দের চিকিৎসা ও অর্থ সাহায্যেরও ব্যবস্থা করে থাকে।
শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি ড. জে. কে পাল, ট্রাস্টের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক রঘুপতি সেন, ট্রাস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ননী গোপাল মজুমদার, সহ-সভাপতি অ্যাডভোকেট ডি. এল চৌধুরী, ট্রাস্টি স্বপন দত্ত।
ওএফএ/এসকেডি