মুজিব'স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালের প্রথম দিনেই ১৩০০ টিকেট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন টিকেট বিক্রেতারা।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্ক মাঠে শুরু হয় এ ফেস্টিভ্যাল। সেখানে দুইটি বুথে টিকেট বিক্রি হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, শুক্রবার সকাল ১১টা থেকে ফেস্টিভ্যাল দেখতে পার্কের মাঠে দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা যায়। পার্কে প্রবেশের জন্য দুইটি গেইট করা হয়েছে। তার মধ্যে একটি ভিআইপি গেইট রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, টেস্ট অব বাংলাদেশ নামে তিনদিন ব্যাপী ফুড ফেস্টিভ্যালটি গতকাল ৪ মে শুরু হলেও চলবে ৬ মে রাত ১১টা পর্যন্ত।

কাউন্টারের টিকেট বিক্রেতা সুজন মিয়া ঢাকা পোস্টকে বলেন, মুজিব বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালে প্রথম দিনে মোটামুটি ভালো দর্শনার্থী ছিল। গতকাল ১৩০০ টিকেট বিক্রি হয়েছে। প্রত্যেক দর্শনার্থীর প্রবেশ ফি ৫০টাকা।

টিকেট বিক্রেতারা আরও জানান, ফেস্টিভ্যালের প্রথম দিন হিসেবে অনেকেই বিষয়টি জানত না। আজকে দ্বিতীয় দিন সকালে তেমন দর্শনার্থী না থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থী বাড়ছে।

আজকে ৫ হাজার দর্শনার্থী হবে বলেও আশা করছেন তারা।

এমএসআই/এমজে