রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। সাভারের আমিন বাজার এলাকায় সড়কে কাজ করার সময় তিতাসের ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। তিতাস বলছে, গ্যাস লাইন মেরামতের কাজ চলছে, সন্ধ্যা ৬টার মধ্যে কাজ শেষ হয়ে গেলে সরবরাহ ফের স্বাভাবিক হবে।  

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পূর্ব কোনো প্রস্তুতি না থাকায় এতে ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।

হঠাৎ কেন গ্যাসের সরবরাহ বন্ধ, এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন ঢাকা পোস্টকে বলেন, সড়ক ও মহাসড়ক বিভাগ সাভারের আমিন বাজারে কাজ করার সময় তিতাসের ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাৎক্ষণিক গ্যাস শাটডাউন করে দেওয়া হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। 

আমাদের টিম লাইন মেরামতের কাজ করছে। সন্ধ্যা ৬টার মধ্যে আমাদের কাজ শেষে গ্যাস সরবরাহ ফের স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে ওইসব এলাকার বাইরে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ কম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। 

এএসএস/জেডএস/এমএমজে