হাতিরঝিলে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- মো. ফারুক মিয়া (২৮), মো. হাসানুজ্জামান ওরফে টগর (৫০) ও মোরসেদ (২৭)।
বিজ্ঞাপন
রোববার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল ডিবির উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাজীব আল মাসুদ ।
তিনি বলেন, খিলগাঁও জোনাল টিমের টিম বিষেশ অভিযান পরিচালনা করে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।
এমএসি/জেডএস