ছবি : সংগৃহীত

আকাশি রঙের আঁকাবাঁকা দাগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মানচিত্রে জিরানী খাল চিহ্নিত করা আছে। এই খাল দক্ষিণ সিটির ৪, ৫, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে গেছে। খালের শুরু সবুজবাগের কুসুমবাগ ব্রিজের নিচ থেকে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

মানচিত্র দেখে বুঝতে হয় এটি খাল

প্রায় চার কিলোমিটার পথ পেরিয়ে খালটি ত্রিমোহনী বাজার–সংলগ্ন বালু নদে মিশেছে। মানচিত্র দেখে কেউ যদি জিরানী খাল দেখতে যান, তবে তিনি এটি খুঁজে পাবেন কি না, সন্দেহ আছে।

রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজার থেকে তাঁদের একটি প্রতিনিধিদলকে গত শুক্রবার মিয়ানমারের বাংলাদেশ সীমান্তঘেঁষা রাজ্যটিতে নেওয়া হয়েছিল। কিন্তু ছয় বছর পর আদি নিবাসে ঘুরে এসে তাঁরা মিয়ানমারে ফেরার ব্যাপারে উৎসাহ পাচ্ছেন না বলে জানিয়েছেন।

প্রথম আলো

মিয়ানমারের প্রতি আস্থার ঘাটতি প্রত্যাবাসনে বাধা

রাখাইনে ফেরার মতো পরিবেশ নেই। তাঁদের ভিটেমাটি গুঁড়িয়ে দিয়ে গড়ে তোলা হয়েছে সেনাবাহিনী ও পুলিশের ব্যারাক, ফাঁড়ি ও চৌকি। মংডুতে আদি নিবাসের পরিবর্তে তাঁদের রাখার জন্য ‘মডেল গ্রাম’ তৈরি করা হয়েছে। এসব কারণে প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের প্রতি তাঁদের আস্থার ঘাটতি থেকেই যাচ্ছে।

আরও পড়ুন >>> রোহিঙ্গা ইস্যু: সংকট উত্তরণে সহায়ক হবে অনুসন্ধানী প্রতিবেদন 

আগামী বছর আরও পাঁচ শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রমে লেখা পাঠ্যবই দেওয়া হবে। বর্তমানে এসব বই লেখার কাজ চলছে। প্রাথমিক পাণ্ডুলিপি চূড়ান্ত হলে শুরু হবে বইগুলোর যৌক্তিক মূল্যায়ন।

যুগান্তর

পাঠ্যবই নিয়ে বিতর্কের শঙ্কা আগামী বছরও

অন্যদিকে যেসব লেখককে নিয়ে গত বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই রচনার কারণে বিতর্ক উঠেছিল, এবারও তাদের অধিকাংশকে একই কাজে রাখা হয়েছে।

কিছুদিন আগে ইউপি নির্বাচনে পরাজিত হন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাশেম জিহাদি। পরাজয়ের কারণে তিনি দলের একটি অংশের ওপর ক্ষুব্ধ হন।

কালের কণ্ঠ

দলীয় কোন্দলে আ. লীগের নেতাকর্মী খুন বেড়েছে

অভিযোগ করা হয়েছে, তাঁর এ ক্ষোভের শিকার হন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। গত ২৫ এপ্রিল রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজারে তাঁদের গুলি করে হত্যা করা হয়।

আজ সারা দেশে শুরু হচ্ছে সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান। কৃষকরা জানিয়েছেন, আমনের পর এ বছর বোরো মৌসুমেও সন্তোষজনক ফলন হয়েছে।

বণিক বার্তা

ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে আজ দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষক

এবারের বোরো মৌসুমে আমনের চেয়ে দাম কেজিপ্রতি ২ টাকা বাড়িয়ে ৩০ টাকা এবং চালের দাম ৩ টাকা বাড়িয়ে ৪৪ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে সরকারিভাবে ধানের নির্ধারিত দামের চেয়ে বাজারমূল্য বেশি হওয়ায় কৃষক বরাবরই খাদ্যগুদামে চাল বিক্রি করতে অনীহা প্রকাশ করেন।

আরও পড়ুন >>> কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার 

নিজেদের সুরক্ষার জন্য আমলারা সরকারকে দিয়ে নানা আইন করান। আমজনতা হিসেবে যতটা অধিকার ভোগ করা যায়, তার চেয়ে একটু বেশিই পেতে চান তারা।

দেশ রূপান্তর

আমলাদের মামলায় হারে সরকার

নিজেদের আইনি সুরক্ষার কথা বলে আমলারা দুর্নীতি দমন কমিশন আইনে নতুন ধারা সংযোজন করেছিলেন। যাতে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সরকারের অনুমতি নেওয়ার বিধান ছিল।

এছাড়া ‘চুরি’ করতে ৮ লাখ টাকায় চুক্তি; টঙ্গী কেন্দ্রে হত্যা, নির্যাতন মামলায় আটক শিশু বেড়েছে; কর্মকর্তার স্ত্রীর নামেই ৯১ গাড়ি; বিদেশি বিনিয়োগে সাত বড় বাধা; নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি নাকি অর্থের টান?; খনন শেষ না হতেই ব্রহ্মপুত্রে জেগেছে চর; নির্বাচনী ছকে হাঁটছে পুলিশ সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।