ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

বাংলা সাহিত্যের কালপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন আজ। বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৮ মে) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এ মহান রূপকার। অনন্য সব সৃষ্টি গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। বাঙালির মানসপটে তিনি সদাই বিরাজমান। তিনি আমাদের অহংকার।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

ব্যবহারকারীর অজান্তে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার ঘটনা ঘটছেই। এর সঙ্গে যুক্ত হয়েছে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে ঋণ দেওয়ার ফাঁদে ফেলার মাধ্যমে প্রতারণা।

প্রথম আলো

সাইবার জগতে নতুন নতুন ফাঁদ

আড়াই বছর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে আসা ৪০৬টি মামলার তথ্য বিশ্লেষণ করে অনলাইন অপরাধের এসব ধরন সম্পর্কে জানা গেছে।

আরও পড়ুন >>> দাবদাহে যখন অতিষ্ঠ জীবন 

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসটি ছিল দেশের ইতিহাসে অন্যতম উষ্ণ মাস। মাসটিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ছিল ২ ডিগ্রি বেশি। বৃষ্টি কম হয়েছে ৬৬ শতাংশ। মে মাসের প্রথম সপ্তাহে দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও দিনে গরমের কষ্ট কমেনি।

প্রথম আলো

গ্রীষ্মে অতি উষ্ণতার বিপদ

বর্ষার আগের এই সময়ে এখন আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে গ্রীষ্মকালের গরম রীতিমতো আপদ (হ্যাজার্ড) থেকে দুর্যোগে রূপ নিচ্ছে।

স্বাধীনতার ৫২ বছর পর সরকার ৫৫টি পরিত্যক্ত বাড়ি বা সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ঢাকা শহরেই রয়েছে ৫১টি বাড়ি। ঢাকার পরিত্যক্ত বাড়ির দখলদারদের তালিকায় বড় ব্যবসায়িক গোষ্ঠী, আবাসন প্রতিষ্ঠান, এমনকি সরকারি কর্মকর্তাও রয়েছেন।

প্রথম আলো

৫২ বছর পর ঢাকার ৫১ বাড়ি উদ্ধারের চেষ্টা

বেদখল হওয়া এসব বাড়ি উদ্ধার করে সেখানে সরকারের বিভিন্ন দপ্তর স্থাপনের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।

দেশের ব্যাংকিং খাতে টাকার প্রবাহ বা তারল্যের পরিমাণ কমছেই। গত নয় মাসে তারল্য কমেছে ৬৩ হাজার কোটি টাকা। গত বছরের জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে ব্যাংকগুলোতে তারল্য ছিল ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা।

যুগান্তর

৬৩ হাজার কোটি টাকা কমেছে তারল্য

আলোচ্য সময়ে তারল্য কমেছে ১৪ দশমিক ২৫ শতাংশ। এর আগে করোনার সময়ে ২০২১ সালের জুনে ব্যাংকিং খাতে তারল্য সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার কোটি টাকায় উঠেছিল। এরপর থেকে গত বছরের জুন পর্যন্ত তারল্য ওঠানামার মধ্য দিয়ে এগোচ্ছিল। গত জুনের পর থেকে নিম্নমুখী প্রবণতা শুরু হয়, যা এখনও অব্যাহত।

বৈশ্বিক আর্থিক খাতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) অবস্থান দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছে। বাড়ছে গুরুত্ব ও অবদান। যদিও বিপরীত অবস্থা বাংলাদেশে। ক্রমেই ক্ষয়িষ্ণু হয়ে উঠছে এনবিএফআই খাত।

বণিক বার্তা

রুগ্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ কী

বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ৩৫ আর্থিক প্রতিষ্ঠানের অর্ধেকই এখন অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে। মরণাপন্ন দশায় অন্তত ১০টি। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশে আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লুণ্ঠনের অভিযোগ উঠেছে বারবার।

আরও পড়ুন >>> সন্নিকটে সংকট, শঙ্কিত কি অর্থনীতি! 

ফেব্রুয়ারির না গরম না ঠান্ডা আবহাওয়ায়ও তারা দরদর করে ঘামছিলেন। স্লোগান দিতে দিতে বেকারত্বের চাদরে মোড়ানো মুখগুলো ফ্যাকাশে হয়ে উঠেছিল। বাকশক্তিহীন মানুষগুলোর আলটিমেটাম, মার্চের মধ্যে নিয়োগ না হলে মৃত্যুকে আলিঙ্গন করবেন তারা!

দেশ রূপান্তর

নিয়োগ ঝুলে থাকে বছরের পর বছর

২৩ ফেব্রুয়ারি খাদ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করা অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ প্রত্যাশীদের কথা। মার্চ পেরিয়ে এপ্রিল গেল। মে মাসও গড়িয়ে যাচ্ছে। তাদের আল্টিমেটাম আর মানা হয়নি।

নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত তথ্যের হলফনামা প্রকাশে নির্বাচন কমিশনের (ইসি) আবারও গড়িমসির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের হলফনামা ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

কালের কণ্ঠ

হলফনামা প্রকাশে এবারও গড়িমসি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত তথ্যের হলফনামা প্রকাশে বিলম্ব হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের প্রার্থীদের হলফনামা প্রকাশ করা হয়েছিল নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর।

এছাড়া ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ; নিট রিজার্ভ প্রকাশ ও খেলাপি হ্রাসের তাগিদ; থ্যালাসেমিয়ার দুই বাহকে বিয়ে নয়; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।