দেশে বিদ্যমান সংকটকালীন সময়ে ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব অগ্রহণযোগ্য ও অমানবিক বলে মন্তব্য করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সংগঠনটির তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমনিতেই করোনার কারণে দেশের জনগণ আর্থিক সংকটের সম্মুখীন। তখন ওয়াসার আবাসিক গ্রাহক পর্যায়ে পানির মূল্য ৫ শতাংশ এবং বাণিজ্যিক পর্যায়ে ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমানে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।  এ অবস্থায় ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করা হলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

এতে আরও বলা হয়, সামনে রমজান মাস, সব নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য উর্ধ্বমুখী, বর্তমানে মানুষের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার কারণে এমনিতেই দিশেহারা। এ অবস্থায় ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করা হলে সাধারণ মানুষের জন্য তা হবে মড়ার ওপর খাঁড়ার ঘা। প্রতি বছর ওয়াসার পানির দাম বাড়ানো হলেও মান নিয়ে রয়েছে মানুষের দীর্ঘদিনের অভিযোগ।

ক্যাব মনে করে, ঢাকা ওয়াসার পানি উৎপাদনের জন্য ব্যয়ের কথা বলে দাম বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। একই সঙ্গে ওয়াসার পানির মূল্য বৃদ্ধি না করাসহ বিচারিক প্রক্রিয়ার দাবি জানায় সংগঠনটি।

এমএইচএন/এসকেডি