ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ২২ কর্মকর্তার বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর)পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বিজ্ঞাপন
এর আগে গত ডিসেম্বর ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে পদায়ন করে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পুলিশের ২১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে (অ্যাডিশনাল এসপি) পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়। আদেশে পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া গত বুধবার (৯ ডিসেম্বর) পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়। তখন ১৩ পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত চারটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
এমএসি/ওএফ