গভীর নিম্নচাপ থেকে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. শামীম হাসান ভূইয়ার ১৫ মে পর্যন্ত দেওয়া আবহাওয়ার কৃষি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

কৃষি পূর্বাভাসে জানানো হয়, এ সময়ের দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ (৭৬ থেকে ১০০ শতাংশ এলাকা) স্থানে; ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক (৫১ থেকে ৭৫ শতাংশ এলাকা) স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু (২৬ থেকে ৫০ শতাংশ এলাকা) স্থানে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বিজলী চমকানোসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, চট্টগ্রাম বিভাগে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/দিন) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার/দিন), ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার/দিন) থেকে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/দিন) এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার/দিন) বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এসআর/জেডএস