চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রয়কারী একটি চক্রের তিন সদস্যকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চক্রটি জাল প্রশ্নপত্র সরবরাহ করে ‘প্রশ্নফাঁস প্রত্যাশী’ শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

আটককৃতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়খোপ এলাকার মোখলেছুর রহমানের ছেলে আহমেদ রেজা খান রিজভী (২০), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছাবের আহমেদের ছেলে মো. রিফাত (২৩) ও আনোয়ারা উপজেলার পূর্ব কর্নারা এলাকার আবুল কালামের ছেলে মো. আরমান (২২)। তাদের মধ্যে রিজভী নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার একটি মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র এবং বাকি দু’জন পটিয়া উপজেলার একটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে র‍্যাব জানায়, আটককৃতরা প্রথমে ইন্টারনেট ঘেঁটে প্রশ্নপত্র সংগ্রহ করে। এসব প্রশ্ন এডিট (সংশোধন) করে ২০২৩ সালের বলে প্রস্তুত করে। এরপর এগুলো ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্রি করে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেছেন, ‘চক্রটি গত বছর থেকে জাল প্রশ্ন সরবরাহের কাজ করে আসছে। গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। তাদের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপে প্রশ্নপত্র আদান-প্রদানের বিষয়ে কথোপকথন এবং মোবাইল ব্যাংকিংয়ের একাউন্টে টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

এমআর/এমটিআই