এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনা নিয়ে পর্যবেক্ষণ জানাবে আইপিডি
হাতিরঝিল, পান্থকুঞ্জ পার্ক এবং সংলগ্ন এলাকার ওপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনাগত প্রভাব বিষয়ক নিজেদের পর্যবেক্ষণ জানাবে পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
শনিবার (১৩ মে) অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তাদের পর্যবেক্ষণ জানাবে প্রতিষ্ঠানটি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আইপিডির নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
বিজ্ঞাপন
তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্দেশ্যে হাতিরঝিল জলাধারের একাংশ ইতোমধ্যে ভরাটে করা হয়েছে, যা জলাধার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো ধরনের পরিকল্পনাগত প্রভাব বিশ্লেষণ ছাড়াই নতুন করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে এক্সটেনশন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা শুধু হাতিরঝিলকেই নয়, পান্থকুঞ্জ পার্ককেও ধ্বংস করবে। একইসঙ্গে এ রাস্তার আশেপাশের এলাকার ট্রাফিক চলাচল ও সামগ্রিকভাবে মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। এ বিষয়েই আমাদের পর্যবেক্ষণ আগামীকাল তুলে ধরব।
জানা গেছে, আইপিডির পক্ষ থেকে বিষয় সংশ্লিষ্ট পর্যবেক্ষণ উপস্থাপন করবেন আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, উপদেষ্টা অধ্যাপক ড. আকতার মাহমুদ, পরিচালক পরিকল্পনাবিদ মোহাম্মদ আরিফুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
এএসএস/এফকে