মোখা সম্পর্কে জানতে চট্টগ্রামে পৃথক কন্ট্রোল রুম
চট্টগ্রামে ঘূর্ণিঝড় মোখার খবর জানাতে পৃথক কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন (চসিক)। এসব কন্ট্রোল রুমে ফোন করে লোকজন ঘূর্ণিঝড়ের আপডেট নিতে পারবেন।
জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বর হলো- ০২৩৩৩৩-৫৭৫৪৫ ও ০১৮৮২৭১১৫৬১ এবং চসিকের কন্ট্রোল রুমের নম্বর হলো ০১৮৯৪-৮৮৩০০২ ও ০২৩৩৩৩৬৭৭৬১। এছাড়া ইপসা (এনজিও) নম্বর (০১৮১৯৩২১৪৩২) এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) উপপরিচালকের নম্বরে (০২৩৩৩৩৭৯০৪১ ও ০১৭১২০২৬৩০৪) ফোন করে ঘূর্ণিঝড়ের আপডেট নেওয়া যাবে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলা মিলিয়ে প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৩০টি আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা ৫ লাখ এক হাজার ১১০ জন। জেলায় ৮ হাজার ৮৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্ট সোসাইটির ৮ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তারা আবহাওয়ার বার্তা প্রচার করছে। প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের রেসকিউ বোট ও মেডিকেল টিম। পর্যাপ্ত সরঞ্জামসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম প্রস্তুতও রাখা হয়েছে।
জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। উপকূলীয় ও পাহাড়ি এলাকায় মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রম চলমান রয়েছে। লোকজন নিরাপদের স্থানান্তর করতে আমি নিজে শুক্রবার দিবাগত রাত ২টা পর্যন্ত ঘরে ঘরে গিয়েছি। আজ (রোববার) সকালে ঝুঁকিতে থাকা বাঁশখালী উপজেলা পরিদর্শনে যাচ্ছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রাথমিক চাহিদা মেটানোর লক্ষ্যে ইতোমধ্যে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় ত্রাণকার্য হিসেবে চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এমআর/ওএফ