হাতিরঝিলের ক্ষতি করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
ছবি : সংগৃহীত
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢিলামি ও ভুল নীতির কারণে সরকার ৯ মাসে (জুলাই-মার্চ) সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে। এনবিআর-এর বেঁধে দেওয়া দামের চেয়ে বাড়তি দরে সিগারেট বিক্রি করায় এ রাজস্ব ক্ষতি হয়েছে। এতে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর সরকার বঞ্চিত হয়েছে প্রাপ্য রাজস্ব থেকে।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
বরগুনায় নিজ বাড়িতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে ও বুকে টেঁটা মেরে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। নিহতের নাম শফিকুল ইসলাম পনু আকন (৪৫)।
বিজ্ঞাপন
প্রথম আলো
সিগারেটে রাজস্ব ক্ষতি ৩৫০০ কোটি টাকা
২০২৩-২৪ অর্থবছরে বাজেটের খসড়া চূড়ান্ত করতে রেওয়াজ অনুযায়ী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে এনবিআর-এর প্রতিনিধিদল। বৈঠকে সিগারেটের বিক্রয়মূল্য, ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা নির্ধারণসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন >>> তামাক পণ্য : খুচরা মূল্যের কারসাজিতে রাজস্ব ক্ষতি
হাতিরঝিলের একাংশ মাটি ভরাট করেই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৪১ পিয়ার (খুঁটি) নির্মাণ। তেজগাঁও এফডিসি রেলগেট থেকে পলাশীমুখী ভায়াডাক্টের (উড়াল সড়ক) র্যাম্পের জন্য সোনারগাঁও হোটেলের পেছনে লেকের পাড়ে খুঁটি নির্মাণ করা হবে।
সমকাল
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই
২০০৮ সালে হাতিরঝিলের নির্মাণকাজ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ৩০২ একর আয়তনের দৃষ্টিনন্দন এই ঝিলটি পরিত্যক্ত এবং বেদখল অবস্থায় ছিল। ২০১৩ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতিরঝিলের উদ্বোধন করেন।
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এবার জেলা-মহানগরে চার দিন জনসমাবেশ করার নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী ১৯ মে থেকে চার দিন ৮১টি সাংগঠনিক জেলায় এ জনসমাবেশ করা হবে।
কালের কণ্ঠ
তত্ত্বাবধায়ক না মানলে নির্বাচন রুখে দেওয়া হবে
নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়া না হলে নির্বাচন রুখে দেওয়া হবে।
মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয় হলেও ইলিশ উৎপাদনে প্রথম। বিশ্বে ইলিশ উৎপাদনের ৭৫ শতাংশই হয় বাংলাদেশে। সঠিক সংরক্ষণের অভাবে অনেক সময় জেলেদের লোকসানের মুখে পড়তে হয়।
ইত্তেফাক
টুনার মতো ইলিশও মিলবে কৌটায়
কৌটায় প্রক্রিয়াজাত মাছ বিদেশে বেশ জনপ্রিয়। আমদানি করা টুনা মাছের কৌটা পাওয়া গেলেও দেশে প্রক্রিয়াজাত করে কৌটায় মাছ বিক্রির প্রচলন নেই। সম্প্রতি বাংলাদেশে ইলিশ ও টুনা মাছের কৌটা প্রক্রিয়াজাতকরণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একদল গবেষক।
আরও পড়ুন >>> আধিপত্য নয়, বন্ধুত্ব করি প্রকৃতির সঙ্গে
রাজধানীর ধানমন্ডিতে সৌন্দর্যবর্ধনের নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৫৬৩টি গাছ কেটে ফেলেছে। এখনো কাটার অপেক্ষায় রয়েছে ৩৭টি গাছ। শুধু ডিএসসিসি নয়, এর বাইরে সম্প্রতি উন্নয়ন প্রকল্পের কারণে আজিমপুর কলোনি, মোহাম্মদপুর সরকারি কোয়ার্টার, কল্যাণপুর সরকারি কোয়ার্টার, মিরপুর-৬ সরকারি অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প, আগারগাঁও সড়ক, সোহরাওয়ার্দী উদ্যান, ওসমানী উদ্যান, সাতমসজিদ রোড, ফার্মগেটের আনোয়ার পার্ক, মেট্রোরেলের আশপাশের সড়ক, উত্তরা ও শ্যামলী পার্কের অনেক গাছ কেটে ফেলেছে বিভিন্ন সংস্থা।
বাংলাদেশ প্রতিদিন
গাছ কেটে পরিবেশের সর্বনাশ
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি নগরীর ২৫ শতাংশ এলাকা সবুজে আচ্ছাদিত থাকার কথা। কিন্তু ঢাকায় রয়েছে মাত্র ৮ শতাংশ। উন্নয়নের নামে সেই ৮ শতাংশেও করাত চালাচ্ছেন রক্ষকরা। পরিবেশ বিপর্যয়ের জন্য এসব গাছ কাটা ভয়ংকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়া প্রবীণ নিবাসে থাকা মায়েদের গল্প; কয়েক ঘণ্টাতেই চার–পাঁচ কোটি টাকার বেচাকেনা সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।