লরিকে ট্রাকের ধাক্কা, চালক ও হেলপারের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক পেছন থেকে লরিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ট্রাকের চালক মাহাবুবুল আলম (৩২) ও হেলপার হাবিল (২০) মারা গেছেন। দুই জনের বাড়ি নওগাঁ জেলায়।
বিজ্ঞাপন
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল আলম দুলাল ঢাকা পোস্টকে বলেন, লরি ও ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাড়বকুন্ড এলাকায় লরিটি দাঁড়ানো ছিল। চাল বোঝাই ট্রাকটি পেছন থেকে লরিকে ধাক্কা দিলে ট্রাকচালক ও হেলপার নিজেদের আসনেই চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিস গিয়ে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে। এসময় আধা ঘণ্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার পরপরই লরি ও ট্রাক জব্দ করা হয়েছে।
কেএম/ওএফ
বিজ্ঞাপন