আটক হওয়া জাপানি হান্নান

রাজধানীর দক্ষিণখান থানাধীন আইনুশবাগ চাঁদনগর এলাকায় রশীদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বালু ব্যবসার জের ধরে দুই পক্ষের মধ্যে বুধবার (২৪ মার্চ) সকালে গুলির এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম জানান, বেলা সাড়ে ১১টায় দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। জাপানি হান্নান নামে এক ব্যক্তির গুলিতে রশীদ মারা গেছেন। পুলিশ হান্নানসহ ছয়জনকে আটক করেছে। নিহতের মরদেহ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের এসি বিপ্লব গোস্বামী ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় হান্নানসহ ছয়জনকে আমরা আটক করেছি। ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের গাড়ি ও বাড়িতে ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রশীদ ও হান্নানের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। সর্বশেষ বালু রাখা কেন্দ্র করে রশীদের কাছে চাঁদা দাবি করে হান্নান। রশীদ চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে হান্নান শটগান দিয়ে তিন রাউন্ড গুলি করে হত্যা করে।

এর আগে জাপানি হান্নান নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুক লাইভে এসে উত্তেজিত জনতার হামলা থেকে বাঁচতে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কাছে সহযোগিতা চেয়েছেন। ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, ‘প্রতিপক্ষরা ক্ষতিসাধন করার জন্য তার বাড়ি ও গাড়িতে হামলা করেছে।’

এ বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক আজিজুল ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জাপানি হান্নানের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না সে বিষয়ে এখনও আমরা নিশ্চিত না।

এদিকে আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান তার ফেসবুক আইডিতে নিজেকে জাপান বাংলাদেশ মানবাধিকার সংস্থার মহাসচিব ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বলে পরিচয় দিয়ে আসছেন।

জেইউ/জেডএস/এমএইচএস/এমএমজে