সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আমেনা বেগম নামে এক নারীকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ মে) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় বিবাদী করা হয় ভুক্তভোগীর ছেলে মঞ্জুর মোর্শেদসহ ছয়জনকে। শুনানি শেষে আদালত ৩ জনকে অব্যাহতি দেন। একই সঙ্গে ভুক্তভোগীর ছেলে মঞ্জুর মোর্শেদ ও তার সহযোগী সানজিদ ও জসিম উদ্দিনের বিরুদ্ধে সরাসরি অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
বিজ্ঞাপন
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মামলার আসামি মঞ্জুর মোর্শেদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় ক্ষিপ্ত ছিল। এর আগে সহযোগীকে নিয়ে মঞ্জুর তার বাবা ও ভাইকে মারধর করে। এটি নিয়ে মামলা করা হয়েছিল। আদালতে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। সবশেষ গত ১২ মে মঞ্জুর মোর্শেদ সহযোগীকে নিয়ে পুনরায় তার মাকে মারধর করে। এ ঘটনায় আজ (সোমবার) আদালতে মামলা দায়ের করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, মামলা দায়েরের জন্য ভুক্তভোগী প্রথমে হাটহাজারী থানায় গিয়েছিলেন। সেখানে মামলা না নেওয়ায় আদালতে দায়ের করা হয়। আদালত মামলার অপরাধ সরাসরি আমলে নিয়ে ভুক্তভোগীর ছেলেসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিজ্ঞাপন
এমআর/এসকেডি