চিত্রনায়ক ফেরদৌস বলেছেন, নায়ক ফারুক চলে যাওয়ায় একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছে। চলচ্চিত্র অঙ্গন একজন অভিভাবক হারাল। তিনি ছিলেন আমাদের বটবৃক্ষ। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলী আমরা সবাই তাকে মিস করব, তার শূন্যতা অনুভব করব।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নায়ক ফারুকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ফেরদৌস বলেন, তিনি (ফারুক) অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার পর আমরা আশা করেছিলাম তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু তিনি যে এভাবে না ফেরার দেশে চলে যাবেন তা আমরা ভাবিনি। তিনি তার আদর্শ দিয়ে সারাজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আমিসহ সবাই তার আত্মার মাগফিরাত কামনা করছি।

সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক ফারুক। এরপর সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইট নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকা পৌঁছায়।

ওএফএ/জেডএস