মৌলভীবাজারে তরুণীকে এসিড নিক্ষেপ : দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
মহিলা পরিষদ বলছে, অ্যাসিড নিক্ষেপের ঘটনা কিছুদিন কম থাকলেও এ ধরনের সহিংসতা আবারও ঘটছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে এলাকাভিত্তিক ব্যক্তি, পরিবার ও সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানায় সংগঠনটি।
বিজ্ঞাপন
বুধবার (১৭ মে) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার চান্দভাগ চা বাগানের কর্মী লাল চান বাউরী একই চা বাগানের এক তরুণীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। লাল চান বাউরী তরুণীর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই প্রস্তাবে সাড়া না দেওয়ায় লাল চান বাউরী ওই তরুণীর ওপর ক্ষিপ্ত হয়। পরে গত ১৪ ওই তরুণী রান্না করার সময় লাল চান বাউরী সিরিঞ্জের ভেতর এসিড ভরে তার ওপর নিক্ষেপ করে। এতে তরুণীর ডান চোখ ও গালের অনেকাংশ পুড়ে যায়।
বিজ্ঞাপন
আমরা উদ্বিগ্নতার সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় নারী ও কন্যাদের প্রতি যৌন নিপীড়ন, এসিড নিক্ষেপ ও উত্ত্যক্তসহ ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হত্যা করার মতো ঘটনা ঘটেই চলেছে।
নারী ও কন্যাশিশুরা ঘরে-বাইরে নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়ছে দাবি করে তারা বলেন, এসব ঘটনা পরিবার-সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর ইতিবাচক অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণে, এসিড জাতীয় দ্রব্যের অপব্যবহার রোধসহ এসিড নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে। সেই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকরী পদক্ষেপ নিতে মহিলা পরিষদ জোর দাবি জানাচ্ছে।
জেইউ/কেএ