দৃষ্টিনন্দন প্রকল্পে কাজের অগ্রগতি দেখতে মিরপুর ১১ মিল্কভিটা রোডের পাশে অবস্থিত শেখ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন।

বুধবার (১৭ মে) সেখানে তিনি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে খোঁজ-খবর নেন। এছাড়া সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কাজ করার পরামর্শ দেন। শিশুদের খেলার মাঠসহ যাবতীয় সুযোগ-সুবিধা বজায় রেখে অবকাঠামো নির্মাণের নির্দেশ দেন। পাশাপাশি কাজের বর্তমান অগ্রগতি দেখে সন্তোষ জানান। 

তিনি বলেন, ভবিষ্যতে শিশুরা যেন আধুনিক, নিরাপদ ও মানসম্মত পড়াশোনার পরিবেশ পায় সে কথা বিবেচনায় রেখে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এছাড়া তিনি প্রকল্পের নির্মাণ অগ্রগতি দেখার জন্য প্রতি সপ্তাহে একটি করে স্কুলে পরিদর্শনে যাবেন বলে ঘোষণা দেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রাথমিক শিক্ষা অবকাঠামো ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও দৃষ্টিনন্দন প্রকল্পের কর্মকর্তারা।

উল্লেখ্য, রাজধানীর নতুন এবং পুরোনোসহ ৩৫৬টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। যার আলোকে ঢাকা মহানগরীতে বিদ্যমান ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজধানীর অভিজাত এলাকায় রয়েছে আরও ১৪টি বিদ্যালয়। যার মধ্যে উত্তরায় তিনটি ও পূর্বাচলে ১১টি নতুন বিদ্যালয় স্থাপন করা হবে। 

কেএ