ইউএন উইমেন বাংলাদেশ ‘এমপাওয়ার-২ উইমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটিজ’ প্রকল্পের মূল স্টেকহোল্ডারদের (অংশীদারদের) সঙ্গে একটি জাতীয় সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। 

বুধবার (১৭ মে) রাজধানীর পরিবেশ অধিদপ্তরে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।  

সুইডেন সরকারের সহযোগিতায় গৃহীত এমপাওয়ার-২ প্রকল্পের  সময়সীমা ২০২৩-২০২৭ পর্যন্ত। এর লক্ষ্য হলো এমপাওয়ার-১ প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাগুলো শেয়ার করা। পাশাপাশি গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা। একই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা অর্জন করানো ও গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা। 

এছাড়া অর্জিত অভিজ্ঞতাগুলোর আলোকে নারী, শিশু ও পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও মূল্যায়ন এবং গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নের জন্য নীতি প্রণয়ন করা। সেইসঙ্গে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও টেকসই পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিতের পাশাপাশি সবার সমান অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা।  

বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে  তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিতে বাংলাদেশের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রকল্প জেন্ডার বৈষম্যে দূরীকরণ, নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে ভূমিকা রাখবে। বাংলাদেশ সরকার ও ইউএন উইমেনের এ ধরনের কার্যক্রমকে সুইডেন সরকার সবসময় সমর্থন করে আসছে ও ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ফারহিনা আহমেদ, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এমপাওয়ার-২ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এই প্রকল্পের গৃহীত কার্যক্রমগুলোর সঠিক বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নারীদের শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দ্রুত অগ্রসমান করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা দূরীকরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

তিনি কৌশলগত দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন উল্লেখ করেন এবং নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে তার মন্ত্রণালয়ের নানাবিধ কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়ন ও এই ধরনের কার্যক্রমকে সমর্থন করার জন্য সুইডিশ সরকারকে ধন্যবাদ জানান।  

অনুষ্ঠানে ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি এমপাওয়ার-২ প্রকল্পের গুরুত্ব বর্ণনা করেন। এছাড়া নারীদের শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দ্রুত অগ্রসমান করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থায়ন কার্যক্রমকে সমর্থন করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক।  

এআর/কেএ