মসজিদ মন্দিরে পুলিশের মাস্ক বিতরণ
পুলিশের পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন মসজিদে-মন্দিরে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) দুপুর থেকে ডবলমুরিং থানার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে এসব মাস্ক বিতরণ করা হয়। জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে পুলিশের কেন্দ্রীয় কার্যক্রমের আওতায় এ কর্মসূচি পালন করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘মসজিদ-মন্দিরে প্রচুর জনসমাগম হয়। কিন্তু সেখানে আসা মানুষ মাস্কের ব্যাপারে খুব বেশি সচেতন নন। তাই আজ আমরা মসজিদ এবং মন্দিরে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি।’
বিজ্ঞাপন
তিনি জানান, ডবলমুরিং থানার অধীনে মোট ৪০টি মসজিদ এবং চারটি মন্দির রয়েছে। শতভাগ মসজিদ ও মন্দিরকে মাস্ক বিতরণের আওতায় আনা হয়েছে। পাশাপাশি মাস্ক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার জন্য মসজিদ ও মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, বুধবার মোট ২০টি মসজিদে এবং চারটি মন্দিরে মাস্ক বিতরণ করা হয়। সব মিলিয়ে গত চার দিনে মোট এক লাখ ২০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মাসব্যাপী এ মাস্ক বিতরণ কর্মসূচি চলবে।
কেএম/এসএসএইচ