চট্টগ্রামের একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. কুতুব উদ্দিন (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (১৯ মে) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুতুব উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ডা. গোলাম মাওলার ছেলে।

র‍্যাব জানায়, কুতুবকে ২০০৭ সালের ২০ জুন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে আফিম ও কোকেনসহ গ্রেপ্তার হয়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে জামিন পেয়ে পলাতক হয়ে যায় কুতুব। পলাতক থাকা অবস্থায় আদালতে কুতুবের যাবজ্জীবন সাজা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার এড়াতে কুতুব ১৪ বছর ঢাকা ও নারায়নগঞ্জ এলাকায় পলাতক ছিলেন। সবশেষ তিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একটি রেস্টুরেন্ট খোলেন। খবর পেয়ে সেখান থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এসএসএইচ/